Header Ads

Terms & Conditions


স্বাগতম Shamudurga.blogspot.com–এ এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি নিচে বর্ণিত শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। যদি আপনি এই শর্তগুলোর সাথে একমত না হন, অনুগ্রহ করে এই সাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন।

১. কনটেন্ট ব্যবহারের নিয়ম

এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত কনটেন্ট (ছবি, ভিডিও, লেখা, এবং গ্রাফিক্স সহ) শুধুমাত্র তথ্যভিত্তিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়। এই কনটেন্টের কোনও অংশ অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহারের অনুমতি নেই।

২. কপিরাইট নীতি

আমরা কপিরাইট আইনকে শ্রদ্ধা করি। ব্লগে ব্যবহৃত বেশিরভাগ ছবি ও ভিডিও আমাদের নিজস্ব অথবা বিশ্বাসযোগ্য উৎস থেকে কপিরাইট-ফ্রি সংগ্রহ করা হয়েছে। যদি আপনি মনে করেন কোনও কনটেন্ট কপিরাইট লঙ্ঘন করছে, অনুগ্রহ করে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানান। আমরা যথাযথ পদক্ষেপ নেব।

৩. বাহ্যিক লিংক

এই সাইটে মাঝে মাঝে YouTube বা অন্যান্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এই সাইটগুলোর বিষয়বস্তু বা প্রাইভেসি নীতির জন্য আমরা দায়ী নই।

৪. দায় সীমাবদ্ধতা (Limitation of Liability)

এই ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহারের ফলে কোনও রকম ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না। আপনি নিজ দায়িত্বে এই সাইট ব্রাউজ করছেন।

৫. পরিবর্তন/পরিমার্জন

আমরা সময়ে সময়ে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। এই পেজে আপডেট করলে তা অবিলম্বে কার্যকর হবে।

ধন্যবাদ! আপনি Shamudurga.blogspot.com ভিজিট করেছেন।

কোন মন্তব্য নেই

Sarban Month Wedding