Durga Shit | Pregnant | Some photos taken during the stay
আমার স্ত্রী দূর্গা সিট ডেলিভারি থাকার সময় আমরা বেলপাহাড়ি তে ডাক্তার দেখাতে যেতাম সেই সময় আমার স্ত্রী দুর্গার আচ্ছা ইচ্ছা জাগে যে আমরা তারা ফেনী নদীর তীরে কিছু ছবি তুলব। তাই আমি তাকে না করতে পেরে তার সাথে ছবিগুলো ফোন দিয়ে তুলেছিলাম ক্যামেরাটি ভালো না থাকার জন্য ছবিগুলো খুব একটা ভালো আছে। দুর্গা ডেলিভারি থাকার সময় যে ডাক্তার বাবু চেক করতেন তার নাম হলো টিপি চক্রবর্তী ডাক্তারটি অত্যন্ত খুব ভালো মনের মানুষ আমরা ডাক্তারবাবুকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ছেলেটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ডেলিভারি হয়েছিল ও ডেলিভারিটি হয়েছিল সিজার মাধ্যমে
Post a Comment